শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে: পেট্রোবাংলা

২৬ মে ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:৩৮ PM
গ্যাস প্ল্যান্ট

গ্যাস প্ল্যান্ট © সংগৃহীত

শিল্পে গত বছরের তুলনায় চলতি বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে। গত বছরের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। আর চলতি বছরে একই সময়ে (জানু-এপ্রিল) ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

আজ সোমবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে পেট্রোবাংলা। 

শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভ্রান্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানগ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা হলো। 

বিজ্ঞপ্তিতে জানুয়ারি-এপ্রিল-২০২৪ এবং জানুয়ারি এপ্রিল-২০২৫ মেয়াদে শিল্প প্রতিষ্ঠানের ক্যাপটিভ (বিদ্যুৎউৎপাদনে) ও শিল্পে গ্যাস সরবরাহের চিত্র তুলে ধরা হয়।

শিল্প প্রতিষ্ঠানে পেট্রোবাংলার সরবরাহ করা গ্যাসের পরিমাণ

 

এ ছাড়া  শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। উল্লেখ্য, শিল্পও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ (ত্রিশ) টাকা ও ৩১.৫০ (একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা)। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য  প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে। সরকার শিল্পে গ্যাস সরবরাহের বিষয়ে তৎপর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। 

আরও পড়ুন: পিএসএল জিতে যত টাকা পেল রিশাদ–সাকিবের দল, অন্যরা কত

এ বিষয়ে সব বিভ্রান্তির অবসান ঘটবে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার (২৫ মে) শিল্পমালিকরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে গ্যাস সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ধসের শঙ্কা প্রকাশ করেন।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9