শিক্ষক ও কর্মচারীদের এমপিওর চেক ছাড়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের   © ফাইল ছবি

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের চেক ছাড় হয়েছে। বুধবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস।

এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, মাউশির অধীনের স্কুল-কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: স্নাতক পাসে নগদে চাকরির সুযোগ

আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। জানা গেছে, মাউশির অধীন প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে এমপিওর শিট ডাউনলোড করতে পারবেন।


সর্বশেষ সংবাদ