উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি দলে মোস্তাফিজ

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে গত বছর দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টি–টোয়েন্টির সব ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি-সব ধরনের ম্যাচের পারফরম্যান্স বিচার করেই এই একাদশ নির্বাচন করা হয়েছে।

দ্য ফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার করা বোলারদের মধ্যে তার বোলিং গড় ছিল সবার সেরা ১৮ দশমিক ০৩। ওই বছরে কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে কেবল জেসন হোল্ডারই ছিলেন তার চেয়ে এগিয়ে। পুরো বছরজুড়েই মোস্তাফিজ রান নিয়ন্ত্রণে রেখেছেন এবং নিয়মিত উইকেট তুলে নিয়েছেন।

স্বীকৃত টি–টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তার ইকোনমি ছিল ৬ দশমিক ৭৮, স্ট্রাইক রেট ১৫ দশমিক ৯ এবং সেরা বোলিং ৩/১১।

দুজন করে স্পিনার, পেসার ও পেস অলরাউন্ডার নিয়ে গড়া বর্ষসেরা দলে স্পিন ইউনিটে আছেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন। আর পেস আক্রমণে দ্য ফিজের সঙ্গে জ্যাকব ডাফি, আর অলরাউন্ডার হিসেবে স্যাম কারেন ও হোল্ডার জায়গা করে নেন।

বর্ষসেরা টি–টোয়েন্টি দলে ওপেনিংয়ে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। গত বছর সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে অভিষেক ৩টি সেঞ্চুরি করেন, ৪০ ইনিংসে ১ হাজার ৬০২ রান করেন ২০২ দশমিক ০১ স্ট্রাইক রেটে এবং ১০টি উইকেটও নেন।

অন্যদিকে সল্ট ৫২ ইনিংসে ১ হাজার ৫৭৫ রান করেন ১৫৩ দশমিক ৩৫ স্ট্রাইক রেটে এবং উইকেটকিপার হিসেবেও দলে আছেন।

বর্ষসেরা দলে আরও আছেন দক্ষিণ আফ্রিকার দেভাল্ড ব্রেভিস ও ডনোভান ফেরেইরা এবং অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ফেরেইরা মাঝের ওভারগুলোতে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন, আর ব্রেভিস গত বছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ১৮০–এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টুয়েন্টি একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9