অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

০২ অক্টোবর ২০২০, ০২:৩৪ PM
মাউশি লগো

মাউশি লগো © ফাইল ফটো

দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ উপাধ্যক্ষের শূন্যপদে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জরুরি ভিত্তিতে এই তালিকা ৫ অক্টোবরের মধ্যে দেওয়ার জন্য মাউশির আঞ্চলিক পরিচালককে নির্দেশ দিয়েছে। শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য এই তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, এর আগে বেশ কিছু দিন ধরে বেশ কিছু সরকারি কলেজে অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চালানো হচ্ছে এসব কলেজ। এতে করে শিক্ষা ও প্রশাসনিক নানা কাজ বিঘ্নিত হচ্ছে। বড় কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানগুলো পড়েছে নেতৃত্বের সংকটে। কোনো রকমে দৈনন্দিন কাজ চলছে।

এর আগে নতুন ও পুরোনো মিলিয়ে দেশের ১৪১টি সরকারি কলেজে অধ্যক্ষের পদ ফাঁকা ছিল। দেশে সরকারি কলেজের সংখ্যা ৬৩২। শতকরা হিসাবে, শূন্য থাকার এই হার ২২ শতাংশের কিছু বেশি। শুধু অধ্যক্ষ নয়, তখন ২৮টি কলেজে উপাধ্যক্ষ পদও শূন্য ছিল। এ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ঢিলেমি, অধ্যক্ষ নেই ১৪১ কলেজে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। শুধু অধ্যক্ষ-উপাধ্যক্ষ নয়, যারা শিক্ষার্থীদের পাঠদান করান, সেই শিক্ষকের পদ ফাঁকা ২ হাজার ৮৭৮টি, যা মোট পদের ১৮ শতাংশ। বড় শহরের বড় কয়েকটি কলেজ ছাড়া বেশির ভাগ সরকারি কলেজেই শিক্ষকসংকট রয়েছে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পেতে ইতিমধ্যে অনেক শিক্ষক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু কলেজগুলোর শীর্ষ এই দুই পদে নিয়োগ এখনো আটকে আছে।

চলতি মাস অক্টোবরের মধ্যেই এসব শূন্য পদে নিয়োগ দেওয়া সম্পন্ন হবে। একই সঙ্গে বাছাই করা শিক্ষকদের প্যানেল করা থাকবে, কোথাও অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ শূন্য হলে সঙ্গে সঙ্গে এই প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬