মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালায় বসছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালক-চেয়ারম্যানরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৮ PM
মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার এবং শিখন-শেখানো কার্যক্রমে উৎকর্ষ সাধনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক কর্মশালার আয়োজন করেছে।
আগামী শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব উপস্থিত থাকার থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ কবে?
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষার গুণগত মান, ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়ন এবং শিখন-শেখানো কার্যক্রমে উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের চাহিদা নিরুপণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এক কর্মশালা আগামী ০৮/১১/২০২৫ তারিখ, শনিবার, সকাল ১০:০০ টায়, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয় উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
পত্রে সংশ্লিষ্ট সবাইকে কর্মশালায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
কর্মশালায় উপস্থিত থাকবেন—
১. ড. মনজুর আহমদ, ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও কমিটির আহবায়ক;
২. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা (সংযুক্ত তালিকায় উল্লেখিত তার দপ্তরের কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/অধ্যক্ষ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক, এম.পি.ওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক, এম.পি.ওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি/সদস্য, আঞ্চলিক পরিচালক/উপপরিচালক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এইচএসটিটিআই এর কর্মকর্তাসহ কর্মশালায় উপস্থিতি নিশ্চিত করার অনুরোধসহ);
৩. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা;
8. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রামকে বর্ণিত কর্মশালায় প্রেরণের অনুরোধসহ);
৫. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ (একজন উর্ধ্বতন কর্মকর্তা একজন বিদ্যালয় পরিদর্শক কে কর্মশালায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো);
৬. মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা (সংযুক্ত তালিকায় উল্লেখিত তাঁর দপ্তর এবং টিটিসির কর্মকর্তাসহ কর্মশালায় উপস্থিত হওয়ার অনুরোধসহ);
৭. চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা (এনসিটিবির একজন মেম্বারসহ কর্মশালায় উপস্থিত হওয়ার অনুরোধসহ)
৯. চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ (এনটিআরসিএ), ঢাকা (একজন পরিচালক এবং একজন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে কর্মশালায় প্রেরণের জন্য অনুরোধ কর হলো।);
১০. মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষা তথা ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ঢাকা (একজন পরিচালক এবং একজন সিনিয়র কর্মকর্তাকে কর্মশালায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো);
মহাপরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকা (একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে কর্মশালায় প্রেরণের অনুরোধ করা হলো।)।