জাতীয়করণকৃত স্কুল-কলেজে পদ সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির আবেদন আহবান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ AM
জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের পদ সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির আবেদন আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত মাধ্যমিক স্তরের শিক্ষার যে সব প্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ) সৃজিত পদের মেয়াদ গত ৩১ মে বা তার পূর্বে শেষ হয়ে গেছে, সে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সৃজিত পদের সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা প্রয়োজন। কেননা সৃজিত পদগুলো হালনাগাদ সংরক্ষণসহ স্থায়ীকরণ ছাড়া জনবলের নিয়মিতকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা যায় না।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের ‘সংগঠন ও ব্যবস্থাপনা নির্দেশিকা’ এর ৫.১ (২) উপানুচ্ছেদে বলা হয়, ‘অস্থায়ীভাবে সৃজিত পদ হালনাগাদ সংরক্ষণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস পূর্বে পদ স্থায়ীকণের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
আরও পড়ুন: অধ্যাপক ছাড়াই চলছে ৫ পাবলিক বিশ্ববিদ্যালয়
এ অবস্থায়, যে সব জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সৃজিত পদ হালনাগাদ সংরক্ষণের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, সে সব প্রতিষ্ঠান হতে পদ সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ সংরক্ষণের নির্ধারিত চেক লিস্ট অনুযায়ী এ অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।