বিএড স্কেল সমস্যা নিরসন হচ্ছে, মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছে মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনাটি আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৫) সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পান। এর ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পরও অনেক শিক্ষক বিএড স্কেল পান না। বিষয়টি সমাধানে অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্ত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে এ প্রস্তাবনা পাঠানো হবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের পাঠানো প্রস্তাবনায় মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএডি ডিগ্রি নেওয়ার পর বিএড স্কেল পেতে আর কোনো সমস্যা হবে না।’
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে। এই কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিটের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেলবঞ্চিত হচ্ছেন।
বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।