ইএফটিতে তথ্যের ভুলে বেতন পাননি এমপিওভুক্ত অনেক শিক্ষক-কর্মচারী, সংশোধনের নির্দেশ

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ AM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনেকের ইএফটিতে দেওয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, ব্যাংকের তথ্য ভুল রয়েছে। ফলে তারা বেতন পাননি। এসব সংশোধনের জন্য আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ১ জানুয়ারি হতে ইএফটিতে প্রদান করা হচ্ছে। ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। 

প্রাপ্ত তথ্য আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমের মাধ্যেমে যাচাইকালে অনেক শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের রাউটিং নম্বরসহ কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতিয়মান হয়। কিছু শিক্ষক-কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তাদের বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিমি হেঁটে প্রতিবাদ ছাত্রীদের

এছাড়া ইএফটিতে তথ্য প্রদানের সময় বর্তমানে কর্মরত অবস্থার ‘ফিল্ডে’ পদত্যাগ, স্থগিত, অস্থিত্ব নেই মর্মে উল্লেখ করেছে, সে কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন প্রদান করা সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের সঠিক তথ্য প্রেরণের জন্য তাদের ইএফটির তথ্য ইতোমধ্যে প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে। 

সংযুক্ত ম্যানুয়াল (নির্দেশনা) অনুযায়ী ২১ সেপ্টেম্বরের মধ্যে সঠিক তথ্য হালনাগাদ করে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মাধমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল/কলেজ) অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ভেনেজুয়েলার তেল বিক্রয় ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণ করবে যুক্ত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হাদি-বিশ্বজিত-খালেদা জিয়া ও জুলাই শহীদদের বিজয় উৎসর্গ করলেন…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬