শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে। চলতি জুলাই মাস থেকে তারা বর্ধিত বেতন পাবেন। তবে বেতন কতটাকা বাড়ছে সে বিষয়টি খোলাসা করছেন না শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা। বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদবেগ বাড়ছে।
গত জুন মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বিশেষ প্রনোদনার আওতায় আসেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই প্রনোদনা জুলাই মাস থেকে কার্যকর হবে। এতে সর্বনিম্ন এক হাজার ৫০০ টাকা ভাতা বৃদ্ধির কথা জানানো হয়। সে হিসেবে শিক্ষকদের বেতন কমপক্ষে ১৫০০ টাকা বৃদ্ধি পেতে পাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেতন বাড়ানো হবে।
জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'শিক্ষকদের পদবী এবং চাকরির বয়স অনুযায়ী বেতন বৃদ্ধি করা হতে পারে। কার বেতন কতটুকু বাড়বে সেই তথ্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে বেতন শিট পাওয়ার পর বলা সম্ভব। কেননা একেকজন একেক স্কেলে বেতন-ভাতা পান।'
মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৩ শরিফুল ইসলাম বলেন, 'জুলাইয়ের বেতন শিট তৈরি করা হচ্ছে। এটি শেষ হওয়ার পর কার বেতন কতটুকু বাড়বে সেটি বলা যাবে।'