‘ধৈর্য ধরুন, অচিরেই সব ভোগান্তির শেষ হবে’: মাউশি ডিজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৯:২০ AM

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেছেন, ইএফটিতে বেতন-বোনাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করবো এবং সামনে অচিরেই সব ভোগান্তির শেষ হবে।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি।
মাউশি মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বর-২৪, জানুয়ারি-২৫, ফেব্রুয়ারি-২৫ কোনো মাসের এমপিও-র ইএফটি বন্ধ ছিল না। ত্রুটিপূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেয়া হচ্ছিল ইএমআইএস সেল থেকে। বেতনের তাড়া যেমন ছিল, ঠিক তেমনটি নিজেদের তথ্য সংশোধনের তাগাদা নোটিশ সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখাইনি। দায় চাপিয়েছি কর্তৃপক্ষের ঘাড়ে। শেষতক, অনেক শ্রমে যে অবস্থায় যাবতীয় কাজটি আপডেট হয়েছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতাসহ অর্থ ছাড় করা হয়েছে তার ধারাবাহিকতা নিম্নরূপ:
২০২৪ সালের ডিসেম্বরে মোট এমপিওভুক্ত জনবল ছিল ৩ লাখ ৯৮ হাজার ৬৮। ওই মাসে এমপিও ছাড় হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৬৩ জনের। অবশিষ্ট ১০ হাজার ১৭০ নানা ত্রুটির কারণে দেয়া যায়নি।
২০২৫ সালের জানুয়ারিতে মোট এমপিওভুক্ত জনবল ছিল ৩ লাখ ৯৮ হাজার ১৩২। ওই মাসে এমপিও ছাড় হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৭১ জনের। অবশিষ্ট ৮ হাজার ৯২৬ জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিওভুক্ত জনবল ছিল ৩ লাখ ৯৬ হাজার ৬৬৫। ওই মাসে এমপিও ছাড় হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৩৫০ জনের। অবশিষ্ট ৮ হাজার ৩৮০ জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি।
মার্চে মোট এমপিওভুক্ত জনবল ছিল ৩ লাখ ৯৭ হাজার ৩৮৬। ওই মাসে এমপিও ছাড় হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬০২ জনের। অবশিষ্ট ৯ হাজার ৮৪৯ জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি।
প্রতিবারে সংখ্যা হেরফের কেন?
নতুন এমপিওভুক্তি এবং মৃত, বরখাস্ত, অবসরগ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন হয়। এ তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত ও বিযুক্ত হয়। সকল ক্ষেত্রেই মোটামুটি ৮-৯ হাজার শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে। বাদ থাকছেন তারাই যারা যেকোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত, বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত বা সরকারিকৃত হয়েছেন কিন্ত মাঠ পর্যায় থেকে ইএমআইএস সেলে সংশোধিত তথ্য দেননি। তাগাদপত্র এখনও অব্যাহত আছে।
মাউশি ডিজি জানান, এমপিও/ ইএফটি বা বেতন বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। একটু ধৈর্য ধরুন, আমরা সব আপডেট করবো এবং সামনে অচিরেই সব ভোগান্তির শেষ হবে ইনশাআল্লাহ। ঈদ মোবারক।