বেসরকারি কলেজের মালটিমিডিয়া ক্লাসের তথ্য পাঠাতে চিঠি

মাল্টিমিডিয়া ক্লাস রুম
মাল্টিমিডিয়া ক্লাস রুম  © ফাইল ছবি

বেসরকারি সব কলেজের আইসিটি ল্যাব ও মালটিমিডিয়া ক্লাস পরিদর্শন করে ৭ কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ক সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বরাবর নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে। এমন নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা-থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো: আশফাকুস সালেহীন।

চিঠিতে বলা হয়েছে, ‘গত বছরের ৯ ডিসেম্বর প্রকল্পের মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্ত ৩.৭-এ প্রকল্পের আওতাধীন যে সকল কলেজে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে, সে সকল কলেজে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সচিত্র প্রতিবেদন আরডিপিপি প্রস্তাবে অন্তর্ভুক্তি করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে জরুরিভিত্তিতে তথ্য সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহোদয়কে অনুরোধ করা হলো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence