ইএফটিতে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য চায়নি ইএমআইএস সেল

০৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বেতন দিচ্ছে সরকার। ইতোমধ্যে শিক্ষকদের বড় একটি অংশ ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন। তবে এখনো অনেক শিক্ষক পাননি। এ অবস্থায় বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ইএমআইএস) সেল-এর বরাত দিয়ে  দাবিটি করা হয়েছে। তবে দ্যা ডেইলি ক্যাম্পাসেমর ফ্যাক্ট চেকিংয়ে বিষয়টি ভুয়া বলে জানা গেছে।

রোববার (৫ জানুয়ারি) ইএমআইএস সেলের নাম দিয়ে খোলা একটি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইএফটিতে প্রথম দাপে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য কমেন্ট বক্সে দিতে বলা হয়েছে। 

ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ১ম ধাপে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানাতে পারেন। ১ম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয় নি, দ্রুত ২য় ধাপে ইএফটিতে প্রেরণ করার কার্যক্রম চলছে।’

পোস্টের সত্যতা যাচাই করতে ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, যে পেজ থেকে তথ্য ছড়ানো হয়েছে, সেটি তারা পরিচালনা করেন না। এটি ভুয়া। শিক্ষকদের তথ্য না দেওয়ার আহবান জানিয়েছেন কর্মকর্তারা।’

এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ মো: জহির উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এ ধরনের কোনো পোস্ট ফেসবুকে দেইনি। শিক্ষকদের কাছে তথ্য চাওয়া হলে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে চাওয়া হবে। ইএমআইএস সেল কখনো এভাবে তথ্য চায় না। কোনো একটি চক্র শিক্ষকদের তথ্য নিচ্ছে। এই তথ্য দিয়ে অপরাধী চক্র খারাপ কিছু করতে পারে। শিক্ষকদের তথ্য না দেওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬