বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্টের এমপিও ছাড়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো  © লোগো

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার আটটি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত বেতনভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

এদিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন : ৫ম গণবিজ্ঞপ্তি: নতুন শিক্ষকদের এমপিওভুক্তিতে যেসব কাগজপত্র লাগবে

বেতনের স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/২৩০৮/০৪ তারিখ : ৩ সেপ্টেম্বর ২০২৪

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। 


সর্বশেষ সংবাদ