ইংরেজি মাধ্যমসহ স্কুল-কলেজে যেভাবে ৭ মার্চ উদ্‌যাপন

০৬ মার্চ ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
৭ মার্চের ভাষণ

৭ মার্চের ভাষণ © সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের দিনটি ঐতিহাসিক দিবস হিসেবে উদ্‌যাপন করা হয় প্রতিবছর। ইংরেজি মাধ্যমসহ সব শিক্ষাপ্রতিষ্ঠাকে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্‌যাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ব্যবস্থা করতে হবে। দিবসের সঙ্গে সংগতি রেখে ইংরেজি মাধ্যম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে দিবসে বা সুবিধাজনক দিনে ‘ঐতিহাসিক সাতই মার্চ দিবস’ উদ্‌যাপন করতে হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উদ্‌যাপনে ওই দিন বা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠের আয়োজন করতে হবে সব স্কুল-কলেজকে। স্কুল পর্যায়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতার আয়োজন এবং কলেজ পর্যায়ে ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’ এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮-১৯৭১ ডিক্লাসিফায়েড ডকুমেন্টস’ বইয়ের ওপর কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করতে হবে।

কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প…
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে দেখে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান
  • ২২ জানুয়ারি ২০২৬
২১ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান, কেক খাওয়ালেন স্ত্রী জুব…
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬