অবশেষে উদ্ধার হল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ১১:১৮ AM , আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১১:১৮ AM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরদের যোগাযোগ ও আলোচনার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তাদের আবেগ, অনুভূতি, সমস্যা এই গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে শেয়ার করেন।
তবে মাস খানেক আগে হ্যাকিংয়ের শিকার হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’। কে বা কারা পরিবারটি হ্যাক করেছে তা জানা যায়নি। তবে অনেক প্রচেষ্টার পর উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারটি। সোমবার রাতে সাইবার ক্রাইমের সাহায্যে গ্রুপটি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অ্যাডমিন আজহারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারটি হঠাৎ একদিন হ্যাক হয়ে যায়। তারপর আমরা ডিএমপি সাইবার ক্রাইমে যাই। সাইবার ক্রাইম থেকে হেল্প করে রিকোভার করে দেয়।’ প্রায় এক মাস পর রিকভারি হয়েছে বলেও জানান তিনি।