ঢাবিতে হামলায় দুঃখ প্রকাশ রাব্বানীর, বিচারের আশ্বাস
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৭:৩৫ PM , আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৭:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ বাতিলের আন্দোলনে বুধবার ছাত্রলীগের কর্মীরা দু’শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পাশাপাশি বিষয়টি বিচারেরও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার বিকালে আন্দোলনকারীদের সাথে ডাকসু নেতাদের বৈঠকে এ আশ্বাস দেয়া হয় বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ডাকসুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধ বিষয়ক সাদ বিন কাদের চৌধুরী, সদস্য তিলোত্তমা শিকদারসহ বেশ কয়েকজন ডাকসু নেতা উপস্থিত ছিলেন। অন্যদিক আন্দোলনকারীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন, নাহিদ ইসলাম, ভাষা বিজ্ঞান বিভাগের আশিক, এমএসআই বিভাগের জেবা প্রমূখ।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে ডাকসু নেতারা শিক্ষার্থীদের সাত কলেজ বাতিল আন্দোলনের দাবি দাওয়া সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করার আশ্বাস দিয়েছেন।
এতে ডাকসুর জিএস গোলাম রাব্বানী আগামী আগস্টের মধ্যে দাবি আদায় না হলে তিনি নিজে মাইক হাতে আন্দোলনে নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি সাত কলেজ বাতিল করার শিক্ষার্থীদের রূপরেখা ডাকসুর কাছে তুলে দেয়ার আহ্বান জানানো হয়। এ রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা ১১ সদস্যদের কমিটির মিটিংয়ে তুলে ধরার আশ্বাস দেয়া হয়।
বৈঠকে উপস্থিত আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন বলেন, গতকাল আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক দুজন শিক্ষার্থীকে মারধরের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই। তিনি বলেছেন অতি উৎসাহী কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। তিনি বিষয়টি বিচারের আশ্বাস দিয়েছেন।