বাস আটকে ৮০ হাজার টাকা আদায়, ছিলেন ঢাবি শিক্ষার্থীরাও

শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস
শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাস  © সংগৃহীত

পিকনিকের উদ্দেশে শরীয়তপুর থেকে ৩২ জনকে নিয়ে কক্সবাজার যাচ্ছিল শরীয়তপুর সুপার সার্ভিসের বাসটি। পথে চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার সামনে চাকা ফেটে গিয়ে বাসটি ডিভাইডার ও ল্যাম্পপোস্ট আঘাত করে। এতে দুটি ল্যাম্পপোস্ট ভেঙে যায়।

পরে ক্ষতিপূরণ হিসেবে দেড়লাখ টাকা দাবি করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে দিনভর বাকলিয়া থানায় যুক্তিতর্কের পর মামলার ভয় দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে চসিকের বিরুদ্ধে। শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটলেও রাত ১১টার দিকে ক্ষতিপূরণ আদায়ের পর বাস ও যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

যাত্রীদের অভিযোগ, এক প্রকার জিম্মি করে ও মামলার ভয় দেখিয়ে পুলিশের সহায়তায় টাকা আদায় করেছে চসিক। পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা শরীয়তপুর থেকে বাসটি নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। চট্টগ্রামের শাহ আমানত সেতুর আগে কল্পলোক আবাসিক এলাকার সামনের রাস্তায় দুর্ঘটনায় পড়ে সেটি।

পরে পুলিশের টহল দল যাত্রী ও বাসটিকে বাকলিয়া থানায় নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা শাকিল চৌকিদার বলেন, চাকা ফেটে দুর্ঘটনা ঘটলেও জিম্মি করে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বাবদ দেড়লাখ টাকা দাবি করা হয়। পরে নিজেরা টাকা তুলে জমা দেই।

আরো পড়ুন: ঢাবি ছাত্রীকে পুলিশ পরিচয়ে অপহরণকারীর কোমরে ছিল পিস্তল

তিনি বলেন, বাসটি আমাদের এলাকার পরিচিত। পুলিশ বাসটি জিম্মায় নিয়ে চলে যেতে বলছিল, কিন্তু আমরা যাইনি। গাড়ির কাগজ ঠিক আছে। দুর্ঘটনায় পতিত হলেও উল্টো জরিমানা করে এই টাকা নেওয়াটা সত্যিই দু:খজনক। পুলিশের উপস্থিতিতেই চসিকের রুপক চন্দ্র দাশের কাছে টাকা হস্তান্তর করি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, বাসটি থানায় আনার পর যাত্রীদের অন্য গাড়ি ঠিক করে কক্সবাজার চলে যেতে বলা হয়। কিন্তু তারা দুর্ঘটনাকবলিত বাস নিয়েই কক্সবাজার যেতে চান। ক্ষতিগ্রস্ত অংশটি চসিকের অধীনে থাকায় ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করে।

তিনি আরও বলেন, ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে চসিকের উপ সহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাশ থানায় জিডি করেন। বাসের যাত্রী ও বাসের মালিকপক্ষ ৮০ হাজার টাকায় বিষয়টি মিটমাটের চেষ্টা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence