শাবি ছাত্র বুলবুলকে হত্যার কথা স্বীকার আরও দু’জনের

২৯ জুলাই ২০২২, ০৭:৫৯ AM
শাবিপ্রবি ছাত্র বুলবুল আহমদ হত্যা মামলায় গ্রেফতার দু’জন

শাবিপ্রবি ছাত্র বুলবুল আহমদ হত্যা মামলায় গ্রেফতার দু’জন © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র বুলবুল আহমদ হত্যা মামলায় দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সুমন ভূঁইয়ার আদালতে গ্রেফতার দুই আসামি নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।

ওই দুই আসামি হলেন কামরুল আহমদ ও মো. হাসান। বুধবার আরেক আসামি আবুল হোসেনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনজনই জবানবন্দিতে স্বীকার করেছেন, তারা ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাত করেন বুলবুলকে।

আরো পড়ুন: পল্টনে পুলিশের রেকারের ধাক্কায় ক্যামব্রিয়ান স্কুলছাত্রের মৃত্যু

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলায় ছুরিকাঘাত করা হয় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র বুলবুল আহমেদকে। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। শাবিপ্রবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন তিনি।এ ঘটনায় জালালাবাদ থানায় রাতেই হত্যা মামলা করেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শাবি।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬