৯৯৯-এ মেয়ের ফোন, ধর্ষণের অভিযোগে বাবা আটক

১৭ জুলাই ২০২২, ০৪:৫৬ PM

© প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় গাজীপুরের পূবাইল থানার কলেজগেট এলাকা থেকে ১৯ বছর বয়সীএক তরুণী জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। ভুক্তভোগীর ফোন পেয়ে ৯৯৯-এর মাধ্যমে স্থানীয় পুলিশ বিষয়টি জানার পর অভিযুক্ত বাবাকে আটক করে। 

জানা গেছে, অভিযুক্ত বাবা আবদুল হাকিম (৪০) তার মেয়েকে গত কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। লজ্জা-ভয়ে ঘটনাটি কাউকে জানাতে পারছিলেন না ভুক্তভোগী। একপর্যায়ে বাবার পাশবিক যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: ঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে ছিলেন টাঙ্গাইলের স্কুলে

তিনি জানান, গত কয়েকমাস ধরে তার বাবার ধর্ষণের শিকার হয়ে আসছিলেন তিনি। লজ্জায় ও ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাতে পারেননি। এরই মধ্যে ১৫ জুলাই আবারও তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার ও আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ এর কলটেকার তাৎক্ষণিকভাবে পূবাইল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরে ৯৯৯ ডিসপাচার এস আই দীপন কুমার মন্ডল কলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।একপর্যায়ে পূবাইল থানা পুলিশের একটি দল আবদুল হাকিমকে আটক করে।

সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমরা শান্তি চাই, ঝগড়া চাই না: তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
  • ২৯ জানুয়ারি ২০২৬
হার্টের জন্য সুপারফুড: এক ডালেই মিলবে বহু উপকার
  • ২৯ জানুয়ারি ২০২৬