রাজধানীর উত্তরা এলাকা থেকে রিমা খাতুন (২৫) নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিমা খাতুন পড়াশোনার পাশাপাশি উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগে চাকরি করতেন। ওই নারীর বাবা দ্বিতীয় বিবাহ করায় অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারনা পুলিশের।
পারিবরিক সূত্রে জানা গেছে, গত বছর বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে নার্সিং ডিপ্লোমা পাস করে উত্তরায় একটি হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকরি নেন তার মেয়ে। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের ওপর বিএসসিতে পড়ছিলেন তিনি। রিমা ও তার সহপাঠীরা উত্তরার ওই বাসায় মেসে থাকতেন। রাতে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রিমার লাশ দেখতে পায় তারা।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা বেগম আজ রোববার বলেন, ওই নারী তার বাবাকে খুব ভালোবাসতেন। বেশ কিছুদিন আগে তার বাবা এক নারীকে বিবাহ করে তাদের থেকে আলাদা বাসায় চলে যান। এ কারণে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।