আইসের সবচেয়ে বড় চালান জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

আইসের সবচেয়ে বড় চালান জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
আইসের সবচেয়ে বড় চালান জব্দ, মূলহোতাসহ গ্রেপ্তার ২  © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ) এর সর্ববৃহৎ চালান উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো: খোকনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে প্রায় পাঁচ কেজি আইস উদ্ধার করেছে র‌্যাব। সাম্প্রতিক সময়ে উদ্ধার এই মাদকের চালানের মধ্যে এটিই বড়। আজ শনিবার র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার একজন টেকনাফ ‘আইস সিন্ডিকেটের হোতা’ খোকন। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি অস্ত্রও পাওয়া গেছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে র‌্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূলহোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ