কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ AM
মনোরঞ্জন শীল নকুল

মনোরঞ্জন শীল নকুল © সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে শিবালয় নতুনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সকালে ওই কলেজছাত্রী বাদী হয়ে শিবালয় থানায় অভিযোগ করেন। গ্রেপ্তার নকুল ওই নতুন পাড়ার মৃত মঙ্গল চন্দ্র শীলের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবীর জানান, মনোরঞ্জন শীল নকুল কয়েক দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহন হন। প্রতিবেশী অসহায় এক কলেজছাত্রী প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে তার হাত ম্যাসেজ করে দিতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার দুপুরে হাত মেসেজ করে দিতে গেলে নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণচেষ্টা চালান। এসময় কলেজছাত্রীর চিৎকারে বাড়িতে অন্য ঘরে থাকা তার স্ত্রী এগিয়ে এলে তাকে ছেড়ে দেন।

ভুক্তভোগীর মা বলেন, এ ঘটনার পর নকুল আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। কাউকে কিছু বললে কিংবা পুলিশকে জানালে সমস্যা হবে বলে নানা হুমকি-ধমকি দেন। নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। এর আগে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিলেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, মনোরঞ্জন শীল নকুল দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের হুমকির পর সশস্ত্র বাহিনীকে সতর্ক করল কলম্বিয়ার প…
  • ০৫ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...
  • ০৫ জানুয়ারি ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে
  • ০৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করতে বললেন ডেন…
  • ০৫ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে শীর্ষ বাম নেতাদের সাক্ষাৎ
  • ০৫ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে এবার তারেক রহমানের সঙ্গে বসছেন সরকারি কর্মচার…
  • ০৫ জানুয়ারি ২০২৬