লক্ষ্মীপুরে গলাটিপে শিশু হত্যা; আটক ২

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুরের বামনী ইউনিউনে প্রতিবেশী কর্তৃক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রতিবেশী এমরান-রুমার ঘরে তল্লাশি করলে পপিকে টেবিলের নিচে মৃত অব্যস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মৃত শিশু পপি(৮) নেফাল সাহা বাড়ীর নির্মল সাহার মেয়ে। পার্শ্ববর্তী কাসেম হাওলাদারের বাড়িতে বাসা ভাড়া করে থাকতো এমরান-রুমা দম্পত্তি। প্রতিবেশী হিসেবে তাদের ঘরে যাতায়াত ছিলো পপির। সাগরদী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী পপিকে বৃহস্পতিবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী এমরান-রুমার ঘরে তল্লাশি করলে পপিকে টেবিলের নিচে মৃত অব্যস্থায় পাওয়া যায়।

ধারণা করা হয়, কানের দুলের লোভেই পপিকে হত্যা করা হয়; কিন্তু ঘাতকরা লাশ লুকানোর সময় পায়নি ।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাটি সত্য। আমরা দু’জনকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানতে পারবেন।’

লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
  • ০৩ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে লুট হ‌ওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেপ্তার 
  • ০৩ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিলেন ট্রাম্প, জরুরি অবস্থা জারি
  • ০৩ জানুয়ারি ২০২৬
স্কুল মানে বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাউদ্দিন আহম…
  • ০৩ জানুয়ারি ২০২৬
পিঠে সুড়সুড়ি দিলেই ঘণ্টায় মিলবে ১২ হাজার টাকা!
  • ০৩ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!