জামায়াত নেতার বাসা থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০, ১০:০৬ AM
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের ওপর হামলা ও মারপিটের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবু এলাকার স্কুল শিক্ষক আবু তালেব রওশনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়ায় নিয়ে আসে ডিবি। তিনি উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মওলা মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর সংবাদ সংগ্রহের সময় দিপ্ত টিভির প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে মারপিট করেন সাদ ও তার সমর্থকরা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন দেবেশ। সে মামলায় পুলিশ সাদকে গ্রেপ্তার করেছে। সাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
পাটিকাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফর আলী জানান, আবু তালেব রওশনের বাড়ি পাটিকাবাড়িতে। তিনি জামায়াতের নেতা। চাকরিসূত্রে আলমডাঙ্গায় থাকেন এবং সাদের আত্মীয় হন।
এদিকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাদকে হাজির করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর এসএম আশরাফুল আলম এ বিষয়ে বলেন, ‘সাংবাদিক নির্যাতনের মামলায় আলমডাঙ্গা থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে।’