রায়ের কপি নিয়ে হাইকোর্টে মিন্নির বাবা

০৪ অক্টোবর ২০২০, ১২:০৯ PM
আদালত প্রাঙ্গনে মিন্নির বাবা

আদালত প্রাঙ্গনে মিন্নির বাবা © টিডিসি ফটো

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে হাইকোর্টে এসেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রোববার (৪ অক্টোবর) সকালে হাইকোর্টে আসেন তিনি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা জানান, এখন তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্নার চেম্বারে আছেন। তার পরামর্শ অনুযায়ী হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি গতকাল সন্ধ্যা ৭টার দিকে ৪২৯ পৃষ্ঠার রায়ের কপি হাতে পান। রায়ের কপি হাতে পাওয়ার পরই উচ্চ আদালতে আপিল করার জন্য ঢাকায় আসেন তিনি।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, মিন্নি এই হত্যা পরিকল্পনার মূল উদ্যোক্তা। তার কারণেই রিফাতের মা-বাবা পুত্রহারা হয়েছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাকে অনুসরণ করে তার বয়সী মেয়েদের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকবে। তাই এ মামলায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্চনীয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

নববর্ষে ৯৯৯-এ শব্দ দূষণের ৩৮১ অভিযোগ
  • ০১ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশ নিয়োগ দেবে হাব সুপারভাইজার, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০১ জানুয়ারি ২০২৬
এমআইএসটিতে ডেটা সায়েন্স ও ন্যানো সায়েন্স বিভাগে ভর্তি বিজ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নখে হলুদের দাগ? সাবানের বদলে হাত ধুয়ে নিন এই ৩ উপাদান দিয়ে
  • ০১ জানুয়ারি ২০২৬
কৈয়ারবিলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ
  • ০১ জানুয়ারি ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!