পুঠিয়ায় ক্লিনিক সীলগালা, মালিককে কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে বেসরকারি প্রতিষ্ঠান পুষ্প ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক সিলগালা করেছে। মালিককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লাইসেন্স ছাড়াই ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছিলো। দন্ডপ্রাপ্ত ক্লিনিক মালিকের নাম রবিউল ইসলাম পিন্টু (৩৫) তিনি বানেশ্বর খুটিপাড়া এলাকার মৃত আইয়ুব আলী ছেলে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ক্লিনিকটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাজমা আক্তার ও পুঠিয়া থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লাইসেন্স বিহীন ক্লিনিক স্থাপনের অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় পুষ্প ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের মালিক রবিউল ইসলাম পিন্টুকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ক্লিনিকটি সীলগালা করা হয়।

দন্ডপ্রাপ্ত ক্লিনিক মালিককে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। থানা পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানা গেছে।

সুরভীর বাসায় নাহিদ ইসলাম
  • ০৬ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক
  • ০৫ জানুয়ারি ২০২৬
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
  • ০৫ জানুয়ারি ২০২৬
পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানা সন্ধান, বিপুল পরিমাণ স…
  • ০৫ জানুয়ারি ২০২৬