পুঠিয়ায় ক্লিনিক সীলগালা, মালিককে কারাদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে বেসরকারি প্রতিষ্ঠান পুষ্প ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক সিলগালা করেছে। মালিককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

লাইসেন্স ছাড়াই ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছিলো। দন্ডপ্রাপ্ত ক্লিনিক মালিকের নাম রবিউল ইসলাম পিন্টু (৩৫) তিনি বানেশ্বর খুটিপাড়া এলাকার মৃত আইয়ুব আলী ছেলে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ক্লিনিকটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাজমা আক্তার ও পুঠিয়া থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লাইসেন্স বিহীন ক্লিনিক স্থাপনের অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় পুষ্প ডায়গনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের মালিক রবিউল ইসলাম পিন্টুকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ক্লিনিকটি সীলগালা করা হয়।

দন্ডপ্রাপ্ত ক্লিনিক মালিককে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। থানা পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানা গেছে।

জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
দুপুরে ছাত্রদলের সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা : রাতে শোকেজ
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৭ শি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর ২১ পদের ১৬টি শিবিরের, ছাত্রদল ৪-স্বতন্ত্র ১
  • ০৮ জানুয়ারি ২০২৬
একমাত্র স্বতন্ত্রভাবে জকসুতে জয়ী কে এই জাহিদ হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বেঁচে থাকতে নিরাপত্তা দেয়নি, কবর পাহারায় পুলিশ’
  • ০৮ জানুয়ারি ২০২৬