পুলিশি নজরদারিতে বিচলিত নই- বললেন তাহেরী

২৮ আগস্ট ২০১৯, ০৭:৩৪ PM

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী হিংসা-প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেছেন। সম্প্রতি দেশের একাধিক ওয়াজ মাহফিলে ‘চা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই’- কথাগুলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন এ বক্তা। এছাড়া ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল আচারভঙ্গি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী নিজ অবস্থানের কথা এভাবে ব্যক্ত করেন। তিনি বলেন, ‘হিংসা-প্রতিহিংসা থেকে অনেকে আমার বক্তব্য কাট করে ট্রল করছে’। সমালোচনার জবাবে তাহেরী বলেন, ‘ওয়াজ-মাহফিল নিয়ে সমালোচনা দু-একজন করতেই পারেন। কিন্তু আমার গ্রহণযোগ্য আলোচনার বিষয়গুলো নিয়েই তো আপনারা প্রচার করবেন। যারা ওয়াজ-মাহফিল থেকে শব্দ কাট করে আমাকে সমালোচনার পাত্র হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান।’

ওয়াজে অশ্লীলতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দীক বলেন, যেকোনো ওয়াজ ও ওয়াজের বক্তাকে আমরা নিয়মিত ফলোআপ করি। আমাদের সাইবার সেল এ নিয়ে কাজ করছে। তারা রিপোর্ট করলে তার (তাহেরী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওয়াজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির বিষয়ে তিনি বলেন, ‘সরকার-আইনশৃঙ্খলা বাহিনী যে কাউকে নজরদারিতে রাখতে পারে। এতে আমি বিচলিত নই।’

তার কয়েকটি ওয়াজের ভিডিওতে অশ্লীল আচারণভঙ্গি, জিকিরের মাঝে গান-নাচ থাকা নিয়েও সমালোচনা হয়। গত বছরের মাঝামাঝিতে একটি ওয়াজ মাহফিলে জিকিরের সময়, ‘বসেন বসেন, বসে যান’ উদ্ধৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহেরীর ওয়াজ নিয়ে নানা ট্রল বের হয়। ওয়াজে ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই? ... ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না’- প্রভৃতি কথা নিয়ে তৈরি হয় টিকটক ভিডিও।

২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এসএসসি পরীক্ষা–২০২৬: লক্ষ্যভিত্তিক প্রস্তুতি শুরু করতে আর দ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫