চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত

২৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪২ AM
 আহত দ্য ডেইলি ক্যাম্পাসের ক্রাইম রিপোর্টার শাহেদ

আহত দ্য ডেইলি ক্যাম্পাসের ক্রাইম রিপোর্টার শাহেদ © টিডিসি ফটো

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদাবাজির প্রতিবাদ করায় একদল সন্ত্রাসীর হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় ক্র্যাবের 'ফ্যামিলি ডে' অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক এবং তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্যমতে, অনুষ্ঠান শেষে তারা যখন পার্কের সামনে রাখা বাসে উঠছিলেন, তখন একদল সন্ত্রাসী এসে অবৈধভাবে 'পার্কিং ফি' দাবি করে। রাস্তার পাশে বাস রাখার জন্য কেন টাকা দিতে হবে—এমন প্রশ্ন তুললে তাদের সাথে বাগবিতন্ডা শুরু হয়, এক পর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল, গুলি করার হুমকি এবং বাসে আগুন দেওয়ার চেষ্টাও চালায়। হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার শিকার সাংবাদিকরা অভিযোগ করেছেন, ঘটনার পরপরই পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা দেরি করায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পেয়েছে। তবে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, 'খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পরবর্তী আইনি পদক্ষেপের কথা জানিয়েছে সাংবাদিক সংগঠনটি। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, 'এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।' 

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬