আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫

২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩১ PM
আদালত চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান

আদালত চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাবার সময় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান দিলে ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী নতুন বাজার চরলক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), মো. আ. হামিদ শেখে ছেলে মো. পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), মো. সামছুল আলমের ছেলে মো. জনি শেখ (১৬), সাহাবুদ্দিন শেখের ছেলে তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মালেক শেখের ছেলে মো. মুনজিল শেখ (১৭)।

আরও পড়ুন: দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির

জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করেন। তার পরবর্তী শুনানি আগামী ৩১শে মার্চ ধার্য করেন। আদালতে শুনানি শেষে শহিনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার মূহুর্তে তার আত্মীয়-স্বজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে থাকে।

এছাড়াও তারা ‘শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দেয়। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ ৫জনকে গ্রেফতার করে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে জয় বাংলা শ্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে সদর থানার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-১৪, তাং-৩০শে আগস্ট ২০২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬