দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির

২৬ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

জামায়াত ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমাতে তিনটি কার্যকরী পদক্ষেপের কথা উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পদক্ষেপগুলো হলো—যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার সিন্ডিকেট ভেঙে চুরমার করা এবং চাঁদাবাজদের সঠিক পথে ফিরিয়ে আনা। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা দলগুলো আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পদক্ষেপের কথা বলেন। 

এ সময় জামায়াত আমির বলেন, দেশে পণ্যমূল্য স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হলে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করতে হবে। ‘আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না, বরং তাদের বুকে টেনে নিয়ে অন্য কোনো ভালো কাজে যুক্ত করব।’

বক্তব্যের শুরুতেই চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “চব্বিশের এই দুর্গ প্রমাণ করে দিয়েছে এ দেশের তরুণরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। শাসকরা ফাহাদ ও হাদিদের বিদায় করেছে, কিন্তু তাদের রক্তে আজ হাজারো বিপ্লবী তৈরি হয়েছে।” এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর কথা স্মরণ করে এবং জুলাই বিপ্লবের আহত ও গুম হওয়া পরিবারের কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুন: চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

সম্প্রতি নারীদের হেনস্তার কিছু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “যারা নারীদের গায়ে হাত তুলছে, তাদের মনে রাখা উচিত তারা নিজেরাও মায়ের গর্ভে জন্ম নিয়েছে। তাদের সম্মান করতে শিখুন।” এছাড়া তিনি উল্লেখ করেন যে, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে জামায়াত নেতাকর্মীরা মন্দির ও জানমালের পাহারা দিয়েছে এবং অতীতে নির্যাতিত হওয়ার পরও কোনো প্রতিশোধ নেয়নি।

কুষ্টিয়ার চালের মিল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “চালের ট্রাকে প্রতি হান্ড্রেডে (শ) খাজনা এবং ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলা চলছে। যারা এসব করছেন, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে এবং অভিশাপ দেয়।”

নদী শাসনের নামে অর্থ লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, “নদী এখন নাব্যতাহীন, খননের নামে কেবল পয়সা লুট হয়। অথচ এই অঞ্চলের অর্থনীতির প্রাণ হলো নদী। নদীর নব্যতা ফিরিয়ে আনলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং পণ্যের দাম কমবে।” জামায়াত নিজেদের স্বার্থে বা নেতাকর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাসনাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এক প্রার্থী
  • ২৬ জানুয়ারি ২০২৬
সাজিদ হত্যার ৬ মাস ৯ দিন, বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের বিরুদ্ধে ‘অসৎ প্রভাব বিস্তার’র অভিযোগ বিএনপির, ব্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ডানপন্থীদের সমালোচনা করা বাম-মধ্যমপন্থীদের অনেকেই নারী হয়র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৬ জানুয়ারি ২০২৬