নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী © সংগৃহীত
এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। আসনটি ১০ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহজাহান শিবলী।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটের নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।