অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ © সংগৃহীত
দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২-এর আওতায় এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান চলাকালীন কেবল গ্রেপ্তারই নয়, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যমতে, এই সময়ের মধ্যে মোট ৪৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত সরঞ্জামের তালিকায় রয়েছে:
গুলি ২,৭৭০ রাউন্ড, কার্তুজ ৭৮৬ রাউন্ড ককটেল ১৩৭টি বোমা ১৪টি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।