মেসে অপ্রীতিকর অবস্থায় দুই যুবক আটক © সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি মেসে অপ্রীতিকর অবস্থায় দুই যুবককে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘হ্যাভেন সিটি’ নামক এলাকার একটি মেসে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যজন ভর্তি পরীক্ষার্থী।
আটককৃতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী হাফিজ (বাড়ি সিরাজগঞ্জ) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা অপূর্ব। তিনি সদ্য উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
মেস সূত্রে জানা যায়, আজ বিকেলে ওই দুই যুবক মেসে প্রবেশ করে তাদের কক্ষে চলে যান। কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে অপ্রীতিকর শব্দ শুনতে পেয়ে মেসের অন্যান্য শিক্ষার্থীদের মনে সন্দেহ জাগে। তারা কক্ষের দরজায় নক করে ভেতরে প্রবেশ করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই যুবক সমকামিতার বিষয়টি স্বীকার করলে শিক্ষার্থীরা তাদের কক্ষে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজামউদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব নামের যুবকটি ঘটনার সত্যতা স্বীকার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘মেসের শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উপস্থিতিতে অপূর্ব নামের যুবকটি ঘটনার কথা স্বীকার করেছে। এরপর আমরা পুলিশ ডেকে তাদের হস্তান্তর করেছি। যেহেতু হাফিজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি।’