হাবিপ্রবির উন্নয়নে একনেকে ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন

২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ PM
হাবিপ্রবির অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে

হাবিপ্রবির অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে © সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো ও একাডেমিক উন্নয়নের জন্য ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম একনেক সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়।  

প্রকল্পটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসনসুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সক্ষমতা বৃদ্ধি, ল্যাবরেটরি সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণার পরিবেশ নিশ্চিত করা।  

প্রকল্পের আওতায় নির্মিত হবে ১২-তলা ছাত্র হল, ১২তলা ছাত্রী হল, ১২তলা শিক্ষক-কর্মকর্তা আবাসিক ভবন এবং ১২তলা একাডেমিক ভবন। এ ছাড়া প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), দোতলাবিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেটরিয়াম এবং মেডিকেল সেন্টারের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা) অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তি সরঞ্জামাদি, অফিস যন্ত্রপাতি, আসবাব এবং আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন করা হবে। ধর্মীয় ও সামাজিক সুবিধা বৃদ্ধির জন্য মসজিদের সম্প্রসারণ এবং নিরাপত্তা জোরদারে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন এবং ৫০০ কেভিএ সাবস্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণ কার্যক্রমও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে।  

প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসনসুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইটি সরঞ্জামাদি, ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাব সংযোজনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়ন ত্বরান্বিত হবে। ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা-গবেষণা পরিবেশ গড়ে উঠবে এবং উদ্ভাবন ও জ্ঞানসৃষ্টির কার্যক্রম আরও গতিশীল হবে।  

এ ছাড়া মেডিকেল সেন্টার সম্প্রসারণ, নিরাপত্তা অফিস ও আনসার ব্যারাক নির্মাণ এবং জিমনেটরিয়াম ও কনফারেন্স সুবিধা সংযোজনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সহায়ক সুযোগ-সুবিধা উন্নত হবে। অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ ও সাবস্টেশন স্থাপনের ফলে ইউটিলিটি সেবার সক্ষমতা বাড়বে এবং সার্বিক ক্যাম্পাস ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।  

প্রকল্প অনুমোদনের মাধ্যমে হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নের পথ সুগম করায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, পরিকল্পনা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে প্রকল্প প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনে অবদানের জন্য তিনি প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
বদনজর কুরআন-হাদিসে প্রমাণিত, রয়েছে সুরক্ষা ও চিকিৎসার নির্দ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9