নিরাপদ পানির সমাধান, হাবিপ্রবির শিক্ষার্থীদের ‘সুপারজেন’ ওয়াটার ফিল্টার

১৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ PM
হাবিপ্রবি শিক্ষার্থীদের টিম প্রজেক্ট সুপারজেন ওয়াটার ফিল্টার ইতোমধ্যেই সাড়া ফেলছে

হাবিপ্রবি শিক্ষার্থীদের টিম প্রজেক্ট সুপারজেন ওয়াটার ফিল্টার ইতোমধ্যেই সাড়া ফেলছে © টিডিসি

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জের রংপুর বিভাগীয়  অঞ্চলে জয়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের টিম প্রজেক্ট সুপারজেন ওয়াটার ফিল্টার ইতোমধ্যেই সাড়া ফেলছে এর ব্যবহারকারীদের মধ্যে।

মূলত বরেন্দ্র অঞ্চলের পানিসংকটে সমাধান আনতে সুপারজেন ওয়াটার ফিল্টার, ঢাকার ট্যাপের পানিও পরিশোধনে সক্ষম। নওগাঁর নিয়ামতপুরে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পাওয়া এখনো বরেন্দ্র অঞ্চলের বহু এলাকায় বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় সুপারজেন ওয়াটার ফিল্টার নামে একটি স্বল্পমূল্যের, ল্যাব সার্টিফায়েড ওয়াটার ফিল্টার সম্প্রতি নওগাঁর নিয়ামতপুরে বাজারে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, ফিল্টারটি ঢাকার ট্যাপের পানিসহ বিভিন্ন উৎসের পানি কার্যকরভাবে পরিশোধনে সক্ষম।

পানির ক্ষতিকর জীবাণু, ময়লা ও দূষণ দূর করার জন্য বিশেষভাবে নকশা করা এই ফিল্টারটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সহজ ব্যবহার ও বহনযোগ্য নকশার কারণে এটি ব্যাচেলর, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।

বিশেষজ্ঞদের মতে, বরেন্দ্র অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানিদূষণ ও নিরাপদ পানির সংকট রয়েছে। এ পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যের এমন একটি ফিল্টার স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে নগর এলাকায়, বিশেষ করে ঢাকায়, ট্যাপের পানির মান নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা কমাতেও ফিল্টারটি সহায়ক হতে পারে।

প্রাথমিক ব্যবহারকারীরা জানান, সুপারজেন ওয়াটার ফিল্টার ব্যবহারের ফলে পানির স্বাদ উন্নত হয়েছে এবং পানি ফুটানোর প্রয়োজন অনেকটাই কমে এসেছে। উদ্যোক্তারা আশা করছেন, এই উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানীয় জল নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকার অবস্থান কত?
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘ত্যাগী কর্মী’ দাবি করায় সভায় হট্টগোল, ফেরার পথে পি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা চালুর দিকে যাচ্ছে ইরান
  • ১৮ জানুয়ারি ২০২৬
ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি না করলে ২৫ শতাংশ শুল্কের হু…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নেওয়ার অনেক আগে থেকেই স্বরাষ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9