উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি © টিডিসি ফটো
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায় যে, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় মোসাঃ খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে বাপ্পীর বসতঘরের একটি আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলোর উৎস অনুসন্ধানসহ এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।