ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে যাত্রাবাড়ী থানায়। সেখানে ডিএমপির অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাঁধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)। শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী অভিযানে তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: এখন একই দামে আরও দ্রুত গতির ইন্টারনেট, বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
শেরেবাংলা নগর থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন—হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)। নিয়মিত ও পুরাতন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
খিলক্ষেত থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতার হয়েছেন ১০ জন। গ্রেফতারকৃতরা হলেন—মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।
এছাড়া বনানী থানা পুলিশ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন—মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খা। মিরপুর মডেল থানা পুলিশ একই প্রক্রিয়ায় মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩) নামে ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ৩৯ জনকে আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।