ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী © টিডিসি
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়িসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টা ৪৫ মিনিটে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় শ্যামলী বাস কাউন্টার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৯ এলাকার মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও শেখ রহমত উল্ল্যাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০ নম্বরের সৌদিয়া বাস তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীর ব্যবহৃত দুটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে প্রতিটি ব্যাগ থেকে ৪০০টি করে মোট ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, বারইয়ারহাট এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে একটি সৌদিয়া বাস তল্লাশি করে দুজন নারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।