চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ AM
গ্রেপ্তারকৃত মহিলা ভাইস চেয়ারম্যান

গ্রেপ্তারকৃত মহিলা ভাইস চেয়ারম্যান © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন আলোচিত ও প্রভাবশালী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কর্ণফুলী থানায় নেওয়া হয়। রোববার আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মরিয়ম বেগম ওরফে বদনী আনোয়ারা উপজেলার রাজনীতিতে একসময় অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম ছিলেন। তিনি ২০০৪ সালে চট্টগ্রামের বহুল আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার আসামি হয়ে ছয় মাস কারাভোগ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ওই মামলা থেকে খালাস পান তিনি।

মামলা থেকে খালাস পাওয়ার পরই তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরেন। এর আগে ২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন।

টানা দুই মেয়াদসহ বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা বদনী স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হলেও দুই দশকেরও বেশি সময় ধরে তিনি জনপ্রতিনিধি হিসেবে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর তার ছেলে আখতার হোসেন (৪০)কে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, তিনটি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, তিনটি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড এবং ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9