আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
- টিডিসি রিপোর্টি
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৯ PM
চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে কলেজের পরিচিতি অংশে ঢুকলেই স্পষ্টভাবে দেখা যায়, আনোয়ারা সরকারি কলেজের নামের নিচে প্রদর্শিত ভবনের ছবি আসলে দিনাজপুর সরকারি কলেজের মূল ভবন।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সরকারি একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন ভুল তথ্য থাকা ‘অবহেলার চরম উদাহরণ’। এ ঘটনায় অনেকে হাস্যরসাত্মক পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওয়েবসাইট চালু করে দেখা গেছে, এর বিভিন্ন বাটন ক্লিক করলেই দিনাজপুর সরকারি কলেজের তথ্য চলে আসছে। তবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নাম ঠিকানা আনোয়ারা কলেজের। ফলাফল বাটন থেকে শুরু করে যোগাযোগ বাটন। ক্লিক করলেই দেখা যাচ্ছে দিনাজপুর সরকারি কলেজের তথ্য। এসবের মধ্যে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
আনোয়ারা সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী নাঈম উদ্দিন বলেন, ‘আমি প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন জানতে ওয়েবসাইটে ঢুকেছিলাম। কিন্তু ছবিটা দেখেই বুঝলাম এটা আমাদের কলেজ নয়। পরে দেখি ছবিটা দিনাজপুর সরকারি কলেজের। সরকারি ওয়েবসাইটে এমন ভুল থাকলে মানুষ বিভ্রান্ত হবে।’
আরেক শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ‘এটা শুধু হাস্যকর নয়, কলেজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। যারা বাইরে থেকে আমাদের কলেজ সম্পর্কে জানতে চায়, তারা ভুল ধারণা পেতে পারেন।’
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, ' সম্ভবত ওয়েবসাইট ডেভেলপাররা ছবি আপলোডের সময় ভুল করেছেন। বিষয়টি আমরা জানার পর আমরা তাদের জানিয়েছি। দ্রুতই সঠিক ছবি দিয়ে ওয়েবসাইটটি সংশোধন করা হবে।'
তিনি আরও জানান, বর্তমানে ওয়েবসাইটটির তথ্য হালনাগাদ কাজ চলছে। এজন্যই কিছু ভুল তথ্য আসছে এবং তারা বিস্তারিত সব তথ্য নিয়েই তথ্যগুলো হালনাগাদের কাজ করছেন।
আনোয়ারার স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, আমাদের কলেজের ওয়েবসাইটে অন্য জেলার কলেজের ছবি থাকা খুবই দুঃখজনক। দ্রুত এটি সরিয়ে আমাদের কলেজের ছবি দেয়ার জন্য কর্তৃৃপক্ষের কাছে অনুরোধ করছি।
খোঁজ নিয়ে দেখা যায়, https://agcc.edu.bd/ ঠিকানায় থাকা আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটের মূল পেইজে সরাসরি 'দিনাজপুর সরকারি কলেজ' ছবিটি দেখা যাচ্ছে। অর্থাৎ, ছবি উৎসটি দিনাজপুর সরকারি কলেজের মূল ভবনের, যা বহু বছর ধরেই অনলাইনে পাওয়া যায়।
আরও পড়ুন : শেরপুরে ঐতিহাসিক পৌনে তিন আনী জমিদার বাড়ি: ঐতিহ্য ও স্থাপত্যের অনন্য নিদর্শন
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সংশোধনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।