বিরল প্রজাতির মৃত কচ্ছপ © সংগৃহীত
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে সাগর পাড়ে বিরল প্রজাতির তিনটি কচ্ছপ ভেসে এসেছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সৈকতের পাড়ে কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি বছর এই শীত মৌসুমে জোয়ারের পানিতে কচ্ছপগুলো ভেসে আসে।কচ্ছপগুলোর ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ২ফুট হতে ৩ফুট। কচ্ছপগুলোর গায়ে জালের দাগও দেখা গেছে। হয়তো জেলেদের জালে আটকে গিয়ে শ্বাসরোধে মারা গেছে। পরে স্রোতের টানে তীরে ভেসে এসেছে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, প্রতি শীত মৌসুমে এরকম অনেক কচ্ছপ ভেসে এসে সাগর পাড়ে জমে। শুধু কচ্ছপ নয় এই মৌসুমে আরো বিভিন্ন প্রজাতীর মৃত মাছ ভেসে আসে।কচ্ছপ গুলো এখনো সৈকতের সাগরপাড়ের বালুতে পড়ে আছে।
আরও জানা যায়, বাংলাদেশে মূলত ৫ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ দেখা যায়, যার মধ্যে অলিভ রিডলি ও সবুজ কচ্ছপ বেশি পরিচিত।বঙ্গোপসাগরের চট্টগ্রাম কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ এদের জন্য গুরুত্বপূর্ণ স্থান।
জানা গেছে, এগুলো একটি সামুদ্রিক সরীসৃপ,চেলোনিডি পরিবারের অন্তর্গত।চামড়া হলুদ থেকে বাদামি রঙের হয় এবং খোসা সাধারণত লালচে বাদামি হয়। এ কচ্ছপ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের কোনো বাহ্যিক পার্থক্য দেখা যায় না, সবচেয়ে স্পষ্ট পার্থক্য হল প্রাপ্ত বয়স্ক পুরুষদের পুরু লেজ এবং মহিলাদের তুলনায় ছোট প্লাস্ট্রন (নিম্ন খোলস)।
স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন মনজুর বলেন, শুক্রবার বিকেলে পারকি সৈকতে গিয়ে দেখি মৃত তিনটি কাছিম পড়ে আছে। দূর্গন্ধে সৈকতের পাড়ে দাঁড়ানো মুশকিল হয়ে পড়ে।
পারকি বিচ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, গতকাল থেকে সৈকতের পাড়ে আমরা তিনটি মৃত কচ্ছপ দেখতে পাচ্ছি। এগুলো সৈকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক বলেন, আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কচ্ছপগুলোকে মাটিচাপা দেয়া হয়েছে।
পরিবেশকর্মী রিতু পারভী বলেন, পারকি সমুদ্র সৌকতে ভেসে আসা কচ্ছপগুলো সম্ভবত জেলেদের জালে ধরা পড়েছিল এবং তাদের হাতেই মারা পড়েছে। এই তিনটি পূর্ণ বয়স্ক মৃত অলিভ রিডলি কচ্ছপ।
তিনি আরও বলেন, সামগ্রিক দূষণ বিশেষ করে সামুদ্রিক দূষণে অলিভ রিডলি কচ্ছপ বিপন্ন জলজ প্রাণ, আইইউসিএন এর লাল তালিকা ভুক্ত। জেলেদের অসচেতনতার ফলে অন্য অনেক জলজ প্রাণীদের সাথে মারা পড়ছে অলিভ রিডলি কচ্ছপ।