নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি ফোটানো হয় ঢাকায় © সংগৃহীত
খ্রিস্টীয় নববর্ষে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে শব্দ দূষণের অভিযোগে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ৩৮১টি ফোনকল পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা থেকে পাওয়া গেছে ৯৬টি অভিযোগ। বাকি ২৮৫টি অভিযোগ দেশের অন্যান্য অঞ্চল থেকে পাওয়া।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২৬ সালের ১ জানুয়ারি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে আতশবাজি, উচ্চশব্দে গান-বাজনা ইত্যাদি শব্দদূষণ সংক্রান্ত ৩৮১টি ফোনকল গৃহীত হয়। এরমধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে ৯৬টি অভিযোগ গৃহীত হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে ২৮৫টি অভিযোগ গৃহীত হয়।
তিনি জানান, প্রতিটি ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে অভিযোগগুলো জানিয়ে প্রতিকারের প্রচেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, এবার নববর্ষের প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় ৩১ ডিসেম্বর থেকে আগামীকাল ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না বলেও জানানো হয়। এছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে রাত হতেই নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ঘটনা ঘটে। আতশবাজির ঘটনায় রাজধানীর মিরপুর-৭ এ সড়কের পাশের একটি বহুতল ভবনে আগুন লাগে।