জামায়াতের লোগো © সংগৃহীত
ঈসায়ী নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বার্তায় এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক- এটাই আমাদের কামনা। একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে। ঈসায়ী নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরও বলেন, “আমি আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।
ঈসায়ী নববর্ষ দেশবাসী সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক আল্লাহ তাআলার নিকট সেই দোয়া করি।”