পুরান ঢাকায় বাসে আগুন

মালঞ্চ বাসে আগুন
মালঞ্চ বাসে আগুন  © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর যৌথ বিবৃতি

তিনি বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা করছি। ওসি আরও জানান, ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ সংবাদ