বাসে আগুন দুর্বৃত্তদের, ভেতরেই দগ্ধ হয়ে মারা গেলেন চালক

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা গেছেন চালক
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ায় পুড়ে মারা গেছেন চালক  © প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনার পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: নারীসহ আওয়ামী লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

ওসি বলেন, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের বাসে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়। ভেতরে থাকা চালক জুলহাস মিয়াও দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।


সর্বশেষ সংবাদ