দেশে স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার প্রতি ৩ জন নারীর একজন: বিবিএস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৬ PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনের তথ্যানুসারে, ৭৬ শতাংশ বিবাহিত নারী তাদের জীবনদশায় স্বামীর দ্বারা যৌন নির্যাতনের স্বীকার হয়েছেন। প্রতি চারজন নারীর মধ্যে তিনজন নারীই এ নির্যাতনের স্বীকার হন।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকায় শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৪৯ শতাংশ নারী। কিন্তু এরমধ্যে ৬২ শতাংশ নারীই কখনও তা প্রকাশ করেননি অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে দুইজন নারীই বিষয়টি গোপন করে গেছেন।
১৫ বছরের বেশী বয়সী নারীদের মধ্যে ১৫ শতাংশ নারীই অন্য পুরুষ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন এবং ২.২ শতাংশ নারীই যৌন নির্যাতনের শিকার হন।
এছাড়া, ৫৪ শতাংশ নারী স্বামীর দ্বারা শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হন। যৌন নির্যাতনের শিকারদের ৬০ শতাংশ নারীই গত এক বছরে একাধিকবার একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। গর্ভাবস্থায় ৭.২ শতাংশ নারী শারীরিক এবং ৫.৩ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যা, মা ও নবজাতক উভয়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়, স্বামীর বাইরে শারীরিক সহিংসতার ঘটনার বেশিরভাগ ঘটে শাশুড়ি বা অন্যান্য পুরুষ আত্মীয়দের মাধ্যমে। অন্যদিকে, যৌন সহিংসতার বেশিরভাগই ঘটে পরিচিত আত্মীয়, বন্ধু বা পরিচিত পুরুষের মাধ্যমে। এর মধ্যে ব্ল্যাকমেইল, ছবি অপব্যবহারও রয়েছে।
আরও পড়ুন : ব্যবসা প্রতিষ্ঠান দখল ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার হাজী সেলিম
প্রতি দুইজন নারীর মধ্যে একজনেরও কম নারী জানেন কোথায় অভিযোগ জানাতে হয়। মাত্র ১২ দশমিক ৩ শতাংশ নারী ‘১০৯’হেল্পলাইন সম্পর্কে জানেন ।
প্রতিবেদনে এর মূল কারণ হিসেবে উঠে এসেছে, স্বামীর মাদকাসক্তি, যৌতুক, বাল্যবিবাহ, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং শহরের বস্তিতে বসবাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কায়েম আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি।