পূজা ঘিরে আনোয়ারায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে: চট্টগ্রাম পুলিশ সুপার

০১ অক্টোবর ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:২৮ AM
পূজা মণ্ডপ ঘুরে দেখছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু

পূজা মণ্ডপ ঘুরে দেখছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু © টিডিসি ফটো

শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামের আনোয়ারায়ও সাজ সাজ রব বিরাজ করছে। পূজা মণ্ডপগুলোতে প্রতিদিন ভিড় জমছে ভক্ত-দর্শনার্থীদের। তাই পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার। 

এ সময় তিনি কচিকাঁচা গোষ্ঠী পূজা মণ্ডপ, জয়কালিবাজার পূজা মণ্ডপ, সরস্বতীবাড়ি পূজা মণ্ডপ, ডুমুরিয়া রাস্তার মাথা পূজা মণ্ডপ, রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ এবং সেবা সংঘ পূজা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি মো. সাইফুল ইসলাম সানতু পূজা মণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থী, পূজা উদযাপন কমিটি ও সেবক সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি মহামিলন উৎসব। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রাম জেলা পুলিশ প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।”

তিনি আরও জানান, পূজা উপলক্ষে মণ্ডপ এলাকায় টহল পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। মণ্ডপগুলোতে প্রবেশ ও বের হওয়ার আলাদা ব্যবস্থা রাখা হয়েছে যেন ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হয়।

এ সময় আয়োজক কমিটির সদস্যরা পূজা মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতায় পূজা উদযাপন এবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9