ঢাবি ছাত্রীর নামে ধর্ষণের ভাইরাল ভিডিওর বিষয়টি স্পষ্ট করল পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ AM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার করা হয়েছে’—এমন দাবি করে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের ভিডিওটির ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল তদন্তে নামে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে তৎপরতা চালায়।
তদন্তে দেখা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ১৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া একটি জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের ঘটনায় ধারণ করা। সেখানে নওরিন সুলতানা (২৪) নামের এক তরুণী ও তার পরিবারের ওপর তাদেরই আত্মীয়দের দ্বারা হামলার ঘটনা ঘটে। এতে নওরিন, তার মা ও ভাই আহত হন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নওরিন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্রী। এছাড়া, এ ঘটনায় ধর্ষণের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি বলেও তদন্তে উঠে এসেছে।
ওই ঘটনায় ভুক্তভোগী নওরিন সুলতানার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ২১(৯)২৫ এবং এটি দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৫৪/৫০৬ ধারায় গ্রহণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি সম্পূর্ণ একটি পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ, যেখানে অভিযুক্তরা ভুক্তভোগীর মামা ও আত্মীয়। সামাজিক মাধ্যমে যেভাবে ধর্ষণের দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।
চট্টগ্রাম জেলা পুলিশ নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এমন বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকতে। গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।