খাদ্য অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের গুজব, ১০-১৫ লাখে চুক্তি প্রতারক চক্রের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ PM
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট © টিডিসি সম্পাদিত

আগামীকাল অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের বাছাই পরীক্ষা। দেশের আটটি বিভাগীয় জেলা শহরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিপত্তি বেধেছে বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রচারিত এক অনুসন্ধানী ভিডিওকে ঘিরে। 

ভিডিওতে দেখা যায়, সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি পুরনো বাড়ির ১০ফিট বাই ১২ফিট একটি রুমে ১৪জন চাকরিপ্রার্থী অবস্থান করছেন। সেখানে তারা বসে আগামীকাল যে চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার প্রশ্ন সমাধান করছে। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে মূল হোতারা জানালা ভেঙে পালিয়ে যান। ওই কক্ষ থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন, চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। 

রুমে অবস্থানকারী চাকরিপ্রার্থীরা জানান, প্রশ্নফাঁসকারী চক্রটির সঙ্গে তাদের ১০ থেকে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছে। 

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চাকরিপ্রার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন চাকরির গ্রুপে লেখা হচ্ছে, কী ভয়াবহ অবস্থা!  আগামীকাল খাদ্যের পরীক্ষা। আজ ঢাকায় ডেকে ১০-১২ লাখ টাকায় রুমে আটকে রেখে পরীক্ষার প্রশ্ন সলভ করানো হচ্ছে। 

বাপ্পি চক্রবর্তী নামে একজন লিখেছেন, নেতা যায়, নেতা আসে। আবেদ আলীদের অভাব হয় না দেশে। মাঝে মাঝে মনে হয় আশা  করাই বাদ দিই। 

মাহবুবা নামে একজন লিখেছেন শুধু শুধু কষ্ট করে পড়াশোনা করি আর বাসার টাকা নষ্ট করি। এসব দেখলে আর ইচ্ছে করে না পড়তে। 

শহীদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, খাদ্য অধিদপ্তর আর ভালো হইলো না।

তবে ওই পরীক্ষার্থীরা খাদ্য অধিদপ্তরেরই কিনা, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস।

অন্যদিকে, খাদ্য অধিদপ্তরের প্রশ্নফাঁসের বিষয়টিকে গুজব বলছেন অনেক চাকরি প্রার্থীরা। কারণ হিসেবে তারা বলছেন ভিডিওটি প্রচার করা হয়েছে ২৪ সেপ্টেম্বর। এতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বরের চাকরির পরীক্ষার কথা। আর সূচি অনুযায়ী এদিন বাংলাদেশ বিমান বাহিনীর চাকরির পরীক্ষা। আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।  

দলীয় রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাবিপ্রবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9