ব্যবসায়ী হত্যা: কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’সহ তিনজন গ্রেপ্তার
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ AM
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম বাদশা (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি ‘পিস্তল রুবেল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলী আকবরের ছেলে রুবেল ওরফে ‘পিস্তল রুবেল’ (৩০), শামীমের ছেলে সাব্বির হোসেন (২০) এবং হাজাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, হত্যাকাণ্ডের পর থেকে রুবেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিস্তল রুবেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস
প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি গভীর রাতে ঢাকায় আত্মীয়ের বাসা থেকে স্ত্রী-সন্তানসহ শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন হাসিবুল ইসলাম বাদশা। বাড়ির সামনে গাড়ি থামার পর স্ত্রী ও সন্তানরা নামতে গেলে, রুবেলের নেতৃত্বে ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল মাইক্রোবাসের সামনে এসে তাকে অতর্কিতে মারধর করে। গুরুতর আহত অবস্থায় বাদশাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিনই দারগারচালা এলাকার অন্তর (২০) এবং মৃত নিজাম উদ্দিনের ছেলে রুমান (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। তবে তারা বর্তমানে জামিনে রয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
পুলিশের ধারণা, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।